* আমার কবিতার সারমর্ম কে জানে
রিয়া তোমার লাবণ্য ছুঁয়ে দিতে পারলো কি?
   পূর্ণের মতো বৈদুর্যমণির সিংহাসনে
      আমার ভালবাসা তোমার মনে
        মণিকোঠার চত্ত্বরে
   শরীরে অবলীলায় প্রেম,
কোন একদিন তোমায় চেপে ধরেছিলো কি?
ব্যাধবিদ্ধ গৌরী দীপশিখা তপ্তশ্বাস মাখা প্রাণে
   গুপ্ত চোখে প্রনয়ের দৃশ্য রেখে
রিয়া আমার কথা কোনদিন খেয়ালি বশে
     আচমকাতেই মনে করবে কি?
   কঠিন শৃঙ্খলে নিশীথের নীল
      সোনালী রৌদ্রে ঝিলমিল,
        আবহমান কাল ধরে,
পৃথিবীতে বহু নারী এসেছে আসবে
অতঃপর তোমার মত কেউ আসবে কি?
প্রেমদণ্ডে জীবন কারাগারে অচল আমি
    কেউ কখনও আমার রুগ্নতাকেই
        ভালোবাসবে কি?
চঞ্চল হৃদকম্পে রহস্যময়ী অজস্র ছেদ।
লজ্জার আড়ালে আক্রোশে প্রশ্নাবলি,
উত্তর, সন্ধানে ভুল খুঁজিয়া পাইবো কি?
তোমার প্রেমে পাগলের প্রলাপে আখ্যা আমার
ধরাতে নতুন উধর্বমূখি যাত্রা চলার পথে
রিয়া নতুন করে তোমাকেও আমি            
     আর মনরঞ্জনে চাই না
এই কথাটা বাস্তবতায় অবেলাতে
          আজও তুমি জানো কি?


.......মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......