নদীর বুকে প্রেমের গল্প
জমেছে শর্ত; তবু হঠাৎই আনন্দ মাপেনি চৌকাঠ।
বসন্ত এসে থমকে স্বপ্ন...
পড়েছে শিশির; তবু রামধনু একাকার ভোরের কড়িকাঠ।


তুমি ছুঁয়েছ আঙুল
আবার বৃষ্টি; মেঘলা কবিতা অলস দিনের সান্ত্বনা শীতল হাওয়ায়।
বলতে গিয়ে দ্বিধা দ্বন্দ
আর মনেতে পরাজয়; তবু ভুলিনি ছন্দ তোমারই গন্ধ এলোমেলো পায়ে পায়।


মিশেছ শরীরে
হাজার অযত্নে
চোখের জোয়ারে ঢেউ গুনে গুনে; ভুলেছ মন্ত্র গাইছে যন্ত্র শিরায় শিরায় মিটমিটি সুখে তুমি আমারই নিশ্চয়।


আজ
নেই কোনো ক্ষয়
তোমারই তো জয়
আলোর পাল্লা হাট-খোলা সংশয়; আমার আকাশে তবু জ্বলছে সূর্য তোমারই সান্ত্বনায়॥