গোপনে ভালোবাসার দিন এসে গেছে;
অনেক নদী বাঁক নিয়েছে স্বভাবে সংজ্ঞায়
আর আমি থেকে গেছি অভাবে খরায়;
বুকের মধ্যে স্বপ্ন শুকায় পলিশূন্যতায়।


কোনো রজনীগন্ধা বা হাসনাহেনা
কিংবা রাতমাধুরীকে আর দেবো না কাঁচা
কিংবা পাকা পাঁচিল ওঠাতে
কিংবা বানাতে কোনো পাশকাটা পথ।


রজনীগন্ধা আর জানবে না তাকে ভালোবাসি
হাসনাহেনা আর বুঝবে না ভালোবাসি তাকে
কিংবা টের পাবে না আর কোনো রাতমাধুরী;
রাতের বাতাসকে জানিয়ে দিয়েছি এ কথা;
আর হবে না ভালোবাসা বিরহের কবিতা।


রূপগন্ধি রাতগুলো এবার ভাসাবো বুকের মধ্যে।
চন্দ্রবতী রাতগুলো এবার হাসাবো বুকের মধ্যেই।