অভিধান পাঠ না করে সঙ্গমে যাওয়া যায় না
শব্দের বাগানে নামে বিষবৃষ্টি;
শব্দ না চিনে কবিতা হয় না কোনোদিন
কবিতার জরায়ুতে জন্ম নেয় ক্ষত;
সুড়ঙ্গে আলো জ্বালাবার আগে তাই এতো সময়
পাহাড় প্রদক্ষিণ;


রাধা বাজে বাজলে কালার বীণ।