আমি সেই ফুল হতে চাই,যার সৌন্দর্যে সবাই মুগ্ধ হবে।
আমি সেই সুগন্ধি হতে চাই, যার সুবাসে সবাই বিমোহিত হবে।
আমি সেই সুর হতে চাই,যা শুনে সবাই বিস্মৃত হবে।
আমি সেই রং হতে চাই, যাতে সবাই রঙিন হবে।।


আমি সেই পথ হতে চাই,যাতে পথিক দিক হারাবে।
আমি সেই গাছ হতে চাই,যার ছায়ায় সবাই শান্তি পাবে।
আমি সেই বন হতে চাই, যেখানে কুঠার কাঠ কাটবে।।


আমি সেই প্রকৃতি হতে চাই, যা দেখে কবি কবিতা লিখবে।
আমি গ্রিষ্মের ছায়া হতে চাই,যেখানে রাখাল আশ্রয় নিবে।
আমি বর্ষার ছাতা হতে চাই,যাকে নিয়ে সবাই পথে বেরোবে।
আমি বসন্তের কোকিল হতে চাই,যার সুরে সবাই সুর মিলাবে।
আমি শীতের মিষ্টি রোদ হতে চাই,যা দেখে অসহায়ের মুখে হাঁসি ফুটবে।।


আমি সেই পাখি হতে চাই,যার গানে ফজর হবে।
আমি সেই প্রজাপতি হতে চাই,যার ডানার সৌন্দর্য মন কাড়বে।
আমি সেই মাকড়সা হতে চাই,যার চেষ্টা দেখে সবাই উৎসাহ পাবে।


আমি কৃষকের সেই গামছা হতে চাই,যা দিয়ে সে ঘাম মুছবে।
আমি রাখালের বাঁশি হতে চাই,যার সুরে তার দুঃখ ঘুচবে।
আমি দুঃখীনির অশ্রু হতে চাই,যা ফেলে সে হালকা হবে।।


আমি সেই শিক্ষার্থী হতে চাই,যাকে নিয়ে শিক্ষক গর্ব করবে।
আমি সেই বিচারক হতে চাই,যার রায়ে সবাই সন্তুষ্ট হবে।
আমি সেই বন্ধু হতে চাই,যাকে সবাই প্রচণ্ড ভালবাসবে।
অবশেষে আমি এমন মানুষ হতে চাই,যার মৃত্যুতে সবাই অঝোরে কাঁদবে।।।