মুয়াজ্জিনের আজানের  পূর্বে মোরগের ডাকে ঘুম ভাঙ্গেনি কখনো!!!
ভোরের শিশির ঠোঁটে মাখোনি কি একদিন!!!
সাদা বকের উড়ে যাওয়ার দৃশ্যে মন জুড়াওনি এখনো!!!
শৈত্য উপেক্ষা করে লাঙ্গল হাতে কৃষকের ছুটে চলা দেখোনি কোনোদিন!!!
তুমি বাংলার খোলস দেখেছো,সত্যিকারের বাংলা দেখোনি।


ক্লান্ত কৃষকের গাছের ছায়ায় গা এলিয়ে দেয়ার দৃশ্য দেখোনি!!!
তন্দ্রাচ্ছন্ন পতির ঘুম ভাঙিয়ে কৃষক বধুর খুঁনসুটি চোখে পড়েনি!!!
পুকুরে গোসলরত বাচ্চাগুলোর দুষ্টুমির দৃশ্যে স্মৃতি কাতর হওনি!!!
ক্লান্তি দূর করা হঠাৎ আসা দমকা হাওয়া এলোমেলো করে দেয় নি!!!
তুমি বাংলার খোলস দেখেছো,সত্যিকারের বাংলা দেখোনি।


বিকেলের সুশীতল আবহাওয়ায় প্রাণে উদ্দীপনার সঞ্চার হয়নি!!!
সূর্য ডুবার রক্তিম দৃশ্য স্বচক্ষে অবলোকন করো নি!!!
সন্ধ্যাকালীন আকাশের বুকে আঁকা শতকোটি স্থীর চিত্র তোমায় ভাবায় নি!!!
গৃহকর্তীর হাঁস-মুরগি ধরার সৌন্দর্য দেখে একটি বার হাঁসো নি!!!
তুমি বাংলার খোলস দেখেছো,সত্যিকারের বাংলা দেখোনি।