ইশ! আমিও যদি রাখাল হতাম....,
ভোরের সূর্য উঠার আগে আমি নির্মল হাসি দিতাম,
নাস্তা করার একটু আগে মেষ ঘরেতে চোখ বুলাতাম,
হুহ হাহ শব্দ করে মেষ পালের সংঙ্গী হতাম।


ইশ!! আমিও যদি রাখাল হতাম....,
মেষ গুলোকে ছেড়ে দিয়ে মনের সুখে গান ধরতাম,
কিংবা বাঁশের বাঁশিতে মিষ্টি মধুর সূর তুলতাম,
অদ্ভুত সব শব্দ করে আমি আছি আওয়াজ দিতাম।


ইশ!!! আমি ও যদি রাখাল হতাম....,
দুপুর বেলার খরতাপে মেষ দৌড়িয়ে ঘাম জরাতাম,
ক্লান্ত হয়ে গাছের ছায়ায় একটু খানি ঘুমিয়ে নিতাম,
ঘুমের ঘোরে অদ্ভুত আর অবাক করা স্বপ্ন দেখতাম।


ইশ!!!! আমি ও যদি রাখাল হতাম....,
সূর্যি মামা ডুবার আগে আবার আমি ঘরে ফিরতাম,
রাতের খাবার শেষ করে একটু আধটু গল্প জুড়তাম,
প্রকৃতির ভালোবাসায় আনন্দময় দিন কাটাতাম।।