তুমি এসেছিলে স্নিগ্ধ সকালের শিশির ফোটার মত,
ভালোবেসেছিলে দীপ্তিময় সূর্যের মত।


তুমি এসেছিলে ক্লান্ত দুপুরে হঠাৎ আশা বৃষ্টির মত,
ভিজিয়ে ছিলে হ্রদয় আমার ডুবন্ত শাপলার মত।


তুমি এসেছিলে স্বপ্নময় এক রাতের মত,
স্বপ্ন দেখিয়ে ছিলে মায়াবি চাঁদনীর মত।


তুমি এসেছিলে জীবনকে সাঝাতে কল্পনার মত,
বিষণ্ণ সময়গুলো রাঙাতে পেন্সিলের মত।


শেষে চলে গেলে রাবারে মোঁছা সাদা কাগজের মত,
জীবনটা করে গেলে কঠিন এক জ্যামিতির মত।।