কালো চামড়া, শাড়ি, আর তেলে চুলে লাল ফিতে
এই সব দ্যাখেও কি বাসনা আসে?
শুইনেছিলাম সাদা চামড়া দেইখে
ওইসব ব্যাটা ছেলেদের মুখে নাকি জল আসে
শুইনেছিলাম ছোটো ছোটো কাপড় পরা শরীর দেইখে
ওইসব ব্যাটা ছেলেদের নাকি মনে পাপ আসে
শরীরে তাপ আসে, সাথে নেয়া সুয়ার ইসসা আসে।
তা আমারে এক পাইয়ে উঠায় নিলো কেনে ?
আমি তো কালো, লোকে মজা কইরে কয় কালী।
তবে কি মা কালীরে দেইখেও ওইসব ব্যাটা ছেলেদের;
জিভে জল আসে? উঠায় নিয়া যাইতে ইসসে হয়?
আমি তো শাড়ি ছাড়া পরি নাই কখনও কিসু,
আমার কালো পা এর পাতা দেখা জাইত
কিন্তু থাই তো দেইখে নাই কেউ,
শাড়ির এখান অখান দিয়া কোমর-বুক-পিঠ
দেখা যাতো; তাতো দেইখেছি মা দূগগা'র দেখা যায়।
জল কি তবে তার বেলাতেও আসে? বুঝিনা।
যখন উঠালো বুঝিও নাই; বুঝেছিলাম শুধু
মা কালী না মা দুগগা
এইসব ব্যাটাছেলে রা কাউরে ছারে না
আমি তো কালো; আদিবাসি মেয়েছেলে।
আমার মত মেয়েরে পাইলে জোর করে সব করা যায়
চার-পাঁচ জন মিলে শোয়া যায়।
জিভের জল শুকায় গেলে, ফেলে না রাইখে
লোহার রড, বাঁশ গুঁজে দিয়া অন্ধকারে,
রক্তের স্বাদ জিভের জল দিয়া ভিজায় নেওয়া যায়।