বাস্তবতার পৃথিবীতে অবাস্তব চিন্তা গুলোর আনাগোনা
জানি মৃত্যু নিশ্চিত তবুও বেঁচে থাকার প্রবল ইচ্ছা
না পাওয়া গুলো পাওয়ার কঠিন প্রয়াস
জীবনের সুখ গুলোর পান করি অন্তিম নির্জাস।


বিরামহীন ঘড়ির কাঁটার অন্তহীন পথ চলা
শেষ হবে কি ? প্রশ্ন আসে না কারো মনে ;
অচেনা মুখের ভিড়ে চেনা মুখ গুলোও বিস্মৃত
বনহীন পশুহীন মানব সমাজে মানবিকতা অস্তমিত।


সব পাওয়া আর কুক্ষিগত করার অসম প্রতিযোগিতা
সব হারিয়ে নেশাময় জীবন, মুল্যহীন প্রাণ;
মৃত্যু শোক ভুলিয়ে শোকগ্রস্থ অর্থহীন মানব
রক্ত মাংস চামড়ার অভ্যন্তরে হ্রদয় হীন দানব ।