বিদায় যা পুরনো, যা অতীত
স্বাগত নতুন; স্বাগত শুভ নববর্ষ।
তাই, শেষবার তোমাকে দিলাম আমার প্রেম ও ভালোবাসা
তোমার জীবনের পূর্ণ হোক সব কিছু আশা।


এক থেকে শুরু করে দুই হয়েছিলাম
কোনও এক অশুভ নববর্ষ বরণের সকালে।
আজ আর এক নব বর্ষ, বিচ্ছেদের নব বর্ষ
আর আজ ভালোবাসা আশাহীন, দিশাহীন, বিবর্ণ, বিমর্ষ, ।


নব সূচনায় আন্তরিক ধন্যবাদ তোমায়
বিগত সময়ের কঠিন বাস্তব শিক্ষায় শিক্ষিত করেছ
লুণ্ঠিত বিশ্বাস, লাঞ্ছিত সম্মান, ভগ্ন হ্রদয়... তবুও ধন্যবাদ,
নিয়েছ যতটা তাঁর থেকেও বেশি ফেরত দিয়ে আমায় গড়েছ।


নব নব রুপে অতীতের না জানি কত নব বর্ষ বরণে!
বহুরূপী তুমি, মিথ্যে প্রীতি ও ভালোবাসা দিয়েছ আমারও জীবনে।
তোমার মিথ্যে প্রতিশ্রুতি আর ভালোবাসার অসাধারণ অভিনয়
আমার হ্রদয়-শরীর-মন সবই করেছিলে জয়।


আর কি দেব? সব দিয়েছে উজার করে
আর তো কিছু নাই, যা নেবে প্রতারণা করে।
তবুও তুমি ভালো থেকো, সুখে থেকো
পুরনো সব ভুলে গিয়ে কু হিসাবেই মনে রেখো।


বিদায়! হে প্রিয়তম।
বিদায়! যা আছে সব পুরনো।
বিদায়! নব বর্ষের প্রেম,প্রীতি ও ভালোবাসা।
আর চির বিদায়! তোমায় ফিরে পাবার সব আশা।