গভীর রাতে দরজা ভেঙ্গে উঠিয়ে নিল আমায়
কেউ ধরলো হাত দুটি, কেউ বা পা আর মুখ
তার মধ্যেই হাত চালিয়ে, জিভ লেলিয়ে কেউ বা খোঁজে সুখ।


আঁধার রাতে ঝোপের মাঝে ফেললো আমায় ছুঁড়ে
লোকগুলো সব পাগল যেন আমার শরীর জুড়ে
হাত দুটি অসাড় এখন, পা দিয়েছে মুড়ে।


কেউ বলছে দারুণ! দারুণ! কেউ বলছে চোপ,
মুখে আমার কাপড় বাঁধা, হাসছে পাষাণ গুলো
কেউ বলছে আমিও আছি, এবার কি তোদের হলো?

শরীর জুড়ে কঠিন ব্যাথা, পুড়ছে আমার মন
একের পর এক পাষাণ গুলো আসছে বারেবার
হায়রে কপাল! একাই লড়ে মানতে হল হার।


দেহ তখন আসাড় আমার, শরীরে নেই জান
চোখের জলে ঘাস যে ভেজা, রক্তে মাটি ম্লান
এক ছোকরা ফিরে এসে খুজে দেহে প্রাণ।


ক্ষুধার জ্বালায় শরীর আমার সে যে পেল না
পাথর ছুঁড়ে থেঁতলে দিয়ে মুখটা আমার, বলেই গেল;
'শালি, সব্বাই কে দিলি, আমায় দিলি না'।


হায়রে! পাষাণ, মরার পরেও সুখ তো দিলি না
শরীর জুড়ে শক্তি পেলি, বুদ্ধি পেলি না
যাদের থেকেই জন্ম নিলি, রেহাই দিলি না।