কখনও মুছে আখিঁ-নীর, না জানি
হাসি দিয়েছ ঠোঁটে কতবার
আজ না হয় ফিরিয়ে দিলে সে লোর,
হাসি দিতে না জানি কার!


কখনও সাহস দিয়েছিলে এ ভাঙা হৃদয়ে,
দিয়েছিলে বাঁচার আশা ।
আজ না হয় দিলে মৃত্যু দ্বারে ঠেলে
মিটিয়ে মনের পিপাসা ।


দিয়েছিলে সাথ, যখন আমি একা ;
দিয়েছিলে কত কথা
আজ না হয় ফিরিয়ে দিলে আমার একাকীত্ব
বাঁধতে নতুন স্মৃতিকথা।


তাই, যা দিয়েছিলে কখনও ভালোবেসে
আজ নাও তা সব ফিরিয়ে
যদি পারো! অতীতের স্মৃতি গুলো,
দিও এ হ্রদয় হতে সরিয়ে।