দিনের শেষে,বিকেল পুড়ে কালো ছাই হয়ে পড়ে থাকে,
একরাশ কালো ছাই মেখে আকাশে মোমের চাঁদ ওঠে
মিশরের কোনো এক সোনালী গালিচায় সেনামুনের নিথর দেহ
কফিন বন্দি এক প্রেমের শীল মোহরে চাঁদ গলে গলে পড়ে ,
তার স্বপ্নের প্রেমিক দেহ ছেড়ে মিলিয়ে যায় বাতাসে,
রাত অনেক বাকি , জোনাকিরা মিটমিট করে জ্বলে ।
আর দেবলীনা !! তুমি ঘুমিয়েছ কয়েকশো বছর আগে,
জেগে থেকে থেকে কত রাতজাগা পাখি ঘুমিয়ে গেছে ।
আর আমার এই একার কালো রাত ..
প্রদীপের নিভু নিভু শিখায় জড়ো হওয়া চামড়া !
তাতে হাত বুলিয়ে দেখি তুমি লেগে আছো
ওই তো ! ভোরের আলো ; আমায় যেতে হবে
ফিরতে হবে কয়েকশ বছর আগে ...
আবার ফিরবে তুতেনখামেন , ভোরের আলোয়
স্পর্শ করবে আনুবিসের শেষ বিছানা ,
মিলিয়ে যাবে সেনামুনের কফিনে ।