#সময় শেষ


অন্ধকারে জাপটে ধরে,বাইকের হর্ন..
আমার চোখে আলো, আর তোমার চোখে পর্ন ।
গুণতি তে হেরে গেলো ন্যাকাচোদা দাদা,
আমার ঘরে লন্ঠন,আমার চাল ছেঁদা ।
তুমি ভাঙ আমার মন আর তুমিই ভাঙ দেশ,
চিৎকার করে বলি তোমার সময় শেষ ।


ক্রাশ খাও লুটে পুটে,ব্লক খাও রোজ,
ওরা খায় ঘুষ,পরে মাধবী নিখোঁজ ।
পুড়েছে সব দেহ গুলো পোড়া এই মুখ,
তোমার কাছে বিরিয়ানির ক্ষনিকের সুখ ।
জাস্টিক হবে নাকি ? জাস্টিক হবে ?
তাই হলে ফাঁসির দড়ি খালি কেন তবে ?


চুপ আছি আমরা কি ? ঘুমিয়ে কি কাদা !
ঠ্যাং খোঁড়া করে না তো রঞ্জনার দাদা ।
হাত বাঁধা পা বাঁধা মুখেতে চাবি ..
বিকিয়ে গিয়েছে হেথা আইনজীবী ?
তুমিই ভাঙ আমার মন আর তুমিই ভাঙ দেশ,
চিৎকার করে বলি তোমার সময় শেষ ।