ছাই বর্ণের পাকা রাস্তাটায় দু-চার চাকা যানের অবিরাম ছুটে চলা।
আমি না হয় এই ফুটপাতটাকে ধরেছি,
এর দেখিয়ে নেয়া পথটাতে হেঁটে চলছি।
ক্লান্ত দুটি পায়ে অবিরাম হেঁটে চলছি!
পথ যে আমার শেষ হবার নয়।
এই পথ নিয়ে যাবে আমায় অনেক দূর,
আমি জানি!
এই পথ আমায় দেখিয়েছে সখ্যতা,
দিয়েছে নিঃসঙ্গতা।
এই পথ কেড়ে নিয়েছে আমার স্নিগ্ধতা।
এখন আমি কালো বর্ণের,পুড়ে যাওয়া শক্ত এক মানবী মাত্র।
আমাকে বাতাস স্পর্শ করে না,
কিংবা করে, অনুভূত হয় না।
বৃষ্টি স্পর্শ করে না আমায়,
হয়ত করে, জল ছোঁয়ায় না মাত্র।
এই পথ আমাকে দিয়েছে নির্জীবতা,
ভুলে গেছি আজ আমি কষ্ট এবং অশ্রু।
নিষেধাজ্ঞা দিয়েছি সকল সুখানুভূতিকে।
আমি তো মাটির মানবী!
পোড়া মাটির নির্জীব এক ফলক।
সকল ক্ষীণতা, মন্দতা, নিষ্প্রভতা, দিয়েছে এই পথ!
আর কেড়ে নিয়েছে আমার তেজস্বিতা।
বিনিময়ে দিয়েছে দীর্ঘ এক পথ,দীর্ঘ এই যাত্রা!