সেদিন তোমার পাশ ঘেঁষে সাদা শাড়ি পরা মেয়েটি যে হেঁটে গিয়েছিল,
মনে আছে?
মেয়েটি বড্ড দুঃখী,বুঝতে পেরেছিলে কি?
আমি ও কেমন বোকা দেখো তো!
কি করে বুঝবে,সে যে সাদা রঙা স্নিগ্ধ হাসির আড়ালে লুকিয়েছিল নীল জমাট বাঁধা কষ্টদের গল্প।
তুমিতো সেইদিন সাতরঙা আনন্দ কিনে নিয়েছিল।
বেশ লাগছিল তোমায়, প্রাণচঞ্চল!
যে বাতাসদের তুমি গায়ে মেখে নিচ্ছিলে, জানো কি, তা ছিল সেই মেয়েটির দীর্ঘশ্বাস?
আমি ও কত্ত বোকা,দেখো তো!
কি করে জানবে,মেয়েটি যে তার কালো রঙা নিশ্বাসদের বাতাসে ওড়া চুলে ঢেকে নিয়েছিল!
সেদিন মেয়েটির বুকে কান্নারা আর্তনাদ করছিল,তুমি শুনতে পাওনি?
কি করে-ই বা শুনবে, মেয়েটি যে চুড়ির রিনিঝিনি শব্দে অরব করে দিয়েছিল সেই আর্তনাদের ভাষাকে!
মেয়েটির চোখে মায়াময় যে কাজল ছিল তা নিশ্চয়ই দেখেছো?
তুমি ভেবেছিলে চোখদুটো আরো আকর্ষণীয় করার জন্য সে এঁকেছে ওই কাজল রেখে?
সত্যি তুমি-ই বোকা,একটু বেশি-ই বোকা।
বুঝতেই পারলে না!
সে ঢেকেছে অজস্র অশ্রু রেখাদের সেই কাজলের আড়ালে।
এই লুকোচুরির খেলায় আজ তুমিই হেরে গেলে।
জানতে পারলে না, মেয়েটির বুকে নীলরঙা কষ্টরা যে একসময় লাল ভালোবাসা বুনেছিল!
আজও বুঝতে পারলে না,সেই মেয়েটি যে তোমাতেই ভালোবাসা খুঁজেছিল!