যখন বলবো "খুব ভালোবাসি"
তখন একটুকরো স্বার্থপরতার গন্ধ খুঁজে নিও।
হুম,স্বার্থপরতা!
স্বার্থপর বলেই তোমায় ভালোবাসি,
আমার জগতটা যাকে নিয়ে তাকেই তো ভালোবাসবো, নাকি?
স্বার্থপর বলেই তো,
সেই তুমিকে ভালোবাসি যে তুমি দিয়ে আমিটা পূর্ণ হয়।
আজ স্বার্থপর বলেই,
আমার তুমিকে ভালোবাসি,যে তুমিটা দিয়ে একটা আমি হই।
বড় স্বার্থপর যে আমি!
খুব তো ভাবতে আমি 'তোমাকে' ভালোবাসি।
আরে না গো!
আমিতো 'আমার' তুমিকে ভালোবাসি।
তোমায় খুব ভালোবাসি!
এ আমার স্বার্থপরতা,
বুঝলে তো?