এক রাতে বালকের
বদলে যাওয়া দেখি .....


এক সকালে চারা গাছকে
মহীরুহ হতে দেখি ......


এক দুপুরে শান্ত নদীকে
গর্জে উঠতে দেখি ......


এক বিকেলে বালুকণাদের
পাহাড় হতে দেখি ......


এক সন্ধায় ঘুড়ি গুলোকে
মেঘ হতে দেখি ......


নাহ এসব অনিয়ম নয়
কল্পনা ও নয়
বাস্তব বা পরাবাস্তব ও নয়
স্বপ্ন কিংবা স্থবিরতা ও নয়
এ হলো মহাযুগ, মহাকাল .....