প্রজন্ম পার্থক্য তো আছেই
আছে যুগ বৈষম্য,


তবুও অনেক দ্বিধা
মেনে নিতে চায় না মন


নিজেকে মাঝে মাঝে বামপন্থী মনে হয়
পিছিয়ে পড়া কোনো দ্রুতযান মনে হয়


তবুও জীবন চলে
আকাশের রং বদলায়


কখনো মেঘ জমে
কখনো বিজলী চমকায়


আমিও চলতে থাকি
শুধু মনটা থাকে
আকাশে হেলান দিয়ে