ভালো আমি বাসি জারে
হৃদয় মাঝে পাই না তারে ,
নির্জন উদাসপুরে বসত তাহার
অলক্ষ্যে থেকে যায় মনের আহার ।


দেয় না সে সহসা দেখা
অনুভবে আসে একা একা,
মনের মাঝে ঠোকর দিয়ে
মৃদু ভাবে যায় রক্ত ঝরিয়ে ।


চিন চিন ব্যথায় হয়ে কাতর
সময় করে দিয়ে যায় পাথর,
চিত্তের চাওয়া হয় না পাওয়া
দুঃখের সাগরে ভাটিয়ালি গান গাওয়া ।


২৫/০৯/২০১৬ ইংরেজি ।