স্বস্তির খুঁজে হারিয়ে মন
স্বপ্ন জালে জড়িয়ে ক্ষন
রঙ্গিন সুতায় গেঁথেছি মালা
সাদা কালোয় বড্ড জ্বালা ।
অতীত এসে ধরে হাত
কষ্টে সাজে রাঙ্গা প্রভাত ।
ক্লান্ত কষ্টের কল্পিত রেখা
মনের অগোচরে দেয় দেখা ।
নিত্য চলে নৃত্য পবনের তালে
রত্ন খুঁজে পায় ক জনা স্রোতের তালে ?
নষ্ট কষ্ট ধুকে ধুকে চিবিয়ে
জীবন রস নিচ্ছে ছিনিয়ে ।
মন্তব্যের নেই গন্তব্য ধরণী পাতে  
সমস্ত কষ্টের অস্তিত্ব তোমাতে ।
  
০৫/১০/২০১৬ ইংরেজি ।