তুমি আসবে বলে
অপেক্ষায় কেটে যাচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
তোমার দেখা নেই
ক্লান্ত হয়ে হারিয়ে যাচ্ছে জীবনের খেই,
করতোয়ার কলরবে শান্ত বিকেল
চেতনার মাঝে জেগেছিল স্নিগ্ধ আলোর সুখ
অবসন্নতার গ্লানি ঝেড়ে জুড়িয়ে নিলেম বুক ।
গোধূলির রূপে খোলে হৃদয়ের  জানালা  
প্রকৃতির অপার কৃপায় জাগে মনে আশা
তোমাকেই ভাবে মন এই কি ভালোবাসা ?
হবে যদি তাই তাহলে কেন তোমার দেখা নাই ?
বারে বারে হোঁচট খাই সম্মুখে যেতে
অপমান অবহেলা নিতে হচ্ছে মাথা পেতে ।
আর কত দেবে ব্যথা এই মাটির পিঞ্জরে ?
ক্ষত বিক্ষত পোড়া মন শুধু তোমাকেই খুঁজে
জানি বিরহে বিরহে একদিন দু’চোখ যাবে বুজে ।


১৯/০৭/২০১৪ ইংরেজি, ০৪ শ্রাবণ ১৪২১ বাংলা ।