অনেক দিন হয়ে গেল
তবু তুমি কেন অন্তরে আগুন জ্বাল ।
সকাল থেকে রাত অবধি চোখের সামনে ভাসো
দৈনন্দিন কাজে ভেতর স্মৃতিতে আসো ।


ইচ্ছে করেও ভুলতে পারিনা তোমায়  
বারে বারে উঁকি মারো হৃদয়ের জানালায় ।
অভিমান করেছ অভিনব কায়দায়
অহেতুক মজা নিচ্ছে কেউ তারই ফায়দায় ।  


হৃদয়ের খোরাক হয়ে এসেছিলে কাছে
তিলে তিলে গড়া ভালোবাসা হয়ে গেছে মিছে ?
অবাধ অগাধ বিশ্বাসে ভরে দিয়েছ ছাই
মন রাখার জায়গা তাই খুঁজে না পাই ।


তুমি ছিলে আমার তৃষ্ণার্ত হৃদয়ের অমিয় সুধা
যেমনটি আছে ইতিহাসের পাতায় কৃষ্ণের রাধা ।
আজো এই মনে হাহাকার তৃষ্ণা মেটাবার
নতুন করে সাজাতে পারো কি সব, আরো একবার ?


নদীর কোল অপেক্ষায় থাকে জোয়ার আসবে
তারই সান্নিধ্যে সে নিজে ভিজবে ।
তেমনি প্রতীক্ষা তোমার পানে চেয়ে
জীবনের ইতি টানব দ্বিতীয় ইনিংস দিয়ে ।


তৃষ্ণার্ত হৃদয়ের আকুতি শুনতে কি পাও তুমি ?
মূল্যবান জড় পদার্থের চেয়ে ভালোবাসা দামি ।
একদিন বুঝবে তুমি হৃদয়ের তৃষ্ণা কারে কয়
সেদিন হয়তো থাকব না, জানবে ভালোবাসার হয়েছে জয় ।    


১৬/০৮/২০১৪ ইংরেজি ।
কল্যাণপুর, ঢাকা ।