সাধারণ বিষয়কে অসাধারণ বানানোর  
বেশ সুন্দর একটা মন আছে ঐ দেহে ।
ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে তিল কে তাল বানাতে  
এক কথায় অপরিসীম দক্ষতার অধিকারী ।
পৃথিবীর সমস্ত জীব জড় পদার্থকে
আপন কেন্দ্রের দিকে আকর্ষনে মহা ব্যস্ত ।
আপন ইচ্ছা শুধু দোলা দেয় অবুঝ মনে
গহীনে লোকানো খবর কি আন্দোলিত হয় অন্য কোন জনে ?
জানার কি আছে সাধ্য ? বেশ চিন্তার বিষয়, না নেইতো,  
এটা বুঝা তো দুর্বোদ্ধ নয়,
কারো মনের খবর কেউ যে রাখতে পারে না ।
তাহলে অবুঝের মত ছোটে কেন ব্যাকুল হৃদয়  
পাথরের মত সক্ত হৃদয়কে সিক্ততায় ভেজাতে ?
এটা কি শুধুই ক্ষনিক সময়ের মোহ ?
যা কেটে যাবার পূর্ব পর্যন্ত অবিচল থাকে
মানব মস্তিষ্কের নিউরনে ।
আকাঙ্খাকে একান্তে একান্ত করে পাবার জন্যে সুপ্ত বাসনায়
একি আপন বলয়ে আবদ্ধ করার তীব্র ইচ্ছা ঐ অবুঝ মনের ?
যা কিছু আছে চারপাশে যা নিতান্তই ভালোলাগার
তাকে পাওয়ার চিরায়ত স্বভাবে রঙ্গিন ফ্রেমের ভেতরে থাকে  
রহস্যময়, অতি দূরন্ত, অতি প্রাকৃতিক অবুঝ মন ।


৩১ আগষ্ট ২০১৪ ইংরেজি । রাত ১০:২৬ ঘন্টা
# ৩ # ৬/১, কল্যাণপুর,