রাঙ্গা ঠোঁটের মিষ্টি হাসি লাজুক চোখের দৃষ্টি
হৃদয় মাঝে করেছিল ঘূর্ণি ঝড়ের সৃষ্টি ।
দুর্দান্ত বাতাসের ক্ষিপ্রতায় ভেঙ্গে গেছে সব
ভালোবাসার লক্ষণগুলো করছে কলরব ।
ইচ্ছে করেও থাকা দায় অস্তিত্ত্বের ডেরায়
বারেবারে এ মন তোমাকেই খুঁজে পায় ।
নিজেকে খুইয়ে দিয়ে মন সঁপেছি তোমার কাছে
স্বপ্নে আঁকা জীবন হয়ে গেল কেন মিছে ?
তোমাতে চেয়েছিলাম সুখের আধাঁর
কেন জীবনের রঙ হল ঐ দূর নীলিমার ?
কষ্টের তরী ভিড়ছে তীরে
সুখগুলোকে ধরছে ঘিরে ।
রাঙ্গা ঠোঁটের মিষ্টি হাসি, রূপ বদলে হয়ে যায় শোকের বাঁশি
এতো কিছুর পরেও প্রেমের লীলায় ভাসি ।
প্রেমেতে মজিয়া সুখ, বেদনার নীল ছবি
কাগজের পাতায় লিখে যায় হাজারো প্রেমিক কবি,
এ তো মানব জীবনেরই প্রতিচ্ছবি ?
কথাগুলো মিলে গেলে জীবনের খাতায়
নোনা জল গড়িয়ে পড়ে চোখের পাতায় ।


০৭:৫০ মিনিট,
০৯/১১/২০১৪ ইংরেজি, কল্যাণপুর, ঢাকা-১২১৬ ।