-মোহাম্মাদ আজিজুল হক রাসেল


প্রদ্বীপের মত উজ্জ্বল প্রাণের ক্লান্ত নিদ্রায়
শকুনের পাল হানা দিয়েছে হিংস্র নখের থাবায়,
থামিয়ে দিয়েছে হাজারো বুকের হৃদ স্পন্দন  
তাজা প্রাণের ত্যাগে দৃঢ় হচ্ছে মুক্তিসেনার বন্ধন ?  


মর্টার শেলের শব্দে ভেঙ্গেছে নিশিথের ঘোম
জনাতাকে রাজাকার রাতের আধারে করছে গুম ।  
আতংকে বুক কাঁপছে দুরো দুরো,  
এবার বাঙ্গালীর মুক্তিযুদ্ধ হল শুরু ।


নিরস্ত্র মানুষের উপর আগ্নেয়াস্ত্রের হামলা  
হীন মনের লালসার শিকার সবুজ বাংলা ।
আবাল-বৃদ্ধ-বনিতাকে করছে লাঞিত
অত্যাচার চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত ।

কিশোরের রক্ত নিয়ে উল্লাসে ঐ পিসাচের দল ।
আর কত রক্ত দিলে তোরা ক্ষান্ত হবি বল ?  
রক্ত দিতে শিখেছি দিয়ে যাব শেষ অবধি,  
এই বাংলার বুকে যেন হয় আমার সমাধি ।


বাংলা মায়ের বুকে সইব না আর অন্যায় অত্যাচার
সমূলে উৎপাটন করব তোদের ভিনদেশি হানাদার ।
মুক্তিকামী জনতার পাদতলে দলিত হবি তোরা  
মুখে কলঙ্কের কালিমা মেখে বাংলা ছাড়বি ওরে হতচ্ছাড়া ।  


১৬/১২/২০১৪ ইংরেজি, কল্যাণপুর, ঢাকা ।