ভিন্ন ভাবের হাজারো আবেগে উদ্ভাসিত জনপদ
প্রতি মুহূর্তের গড়ে নতুন ভাবের স্বপ্ন সোপান ।
উপরে থাকা হাতটি ধরতে চলে সাধ্যমত চেষ্টা
মনের গভীরে সুখ পাখির একটু পরশের আশায় ।


অর্থ বিত্ত প্রতিপত্তি যা কিছু সব তুচ্ছ হয়
সুপ্ত আবেগের কাছে, বাস্তব আয়নার কাছে ।
শক্ত বন্ধন বিচ্ছিন্ন সুতার মত উড়ে
ভালোবাসায় সজ্জিত আবেগের কাছে ।


লোভাতোর আবেগ ক্ষুন্ন করে মানবতা
তীক্ষ্ণ সূচে, চুষে নেয় হৃদয়ের রক্ত ।
আবেগ মিশ্রিত প্রতি কাজে থাকে না তো সুখ
তবু, আবেগের তারনায় কল্পনাকে
                 সরূপে আনার চেষ্টা অবিরত ।


ভবের এই আবেগ মাঝে হারায়ে রতন খনি
ইতিহাস হয়ে আছে অনেক মন মহুয়ার মাঝি,
হৃদ মাঝে প্রতি মুহূর্তে বাঁক নেয় এর গতি পথ
দ্রুত গতিতে অলক্ষ্যে লক্ষ্য স্থির করে ছুটে চলে ।


ইচ্ছে মত ছুটে চলে প্রকৃতি ঘেরা অজানা সুখে  
এর গতিবেগ মাপার যন্ত্র নেই যে ধরার বুকে ।
এ যে শুধু আপন অস্তিত্ত্বেই নিজেকে হারায়
ঐ দ্রুত চলা গতির ভেতর নিরবে নিভৃতে ।


০১/০১/২০১৫ ইংরেজি, ১৮ পৌষ ১৪২১ বাংলা,
বৃহস্পতিবার, কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২০৭ ।