নীলা তুমি নির্বাসন কি জান ?
-হ্যাঁ, নিজ বাড়ি বা দেশ থেকে  
অন্যত্র চলে যেতে হয় বা বাধ্য করা হয়
তাই হচ্ছে নির্বাসন ।


আচ্ছা তোমাকে যদি বলা হয় নির্বাসিত হবে
হঠাৎ এই প্রশ্ন করছ কেন ?
খেয়ালি মন কি বেখেয়ালি হতে চাচ্ছে ?
তুমি সঙ্গে থাকলে নির্বাসিত হতে পারি বিনা বাক্যে ।


সঙ্গি দিয়ে কি কাউকে নির্বাসন দেয়া হয় ?  
তাকেতো একাই যেতে হয়, তাই না ?
হ্যাঁ তাতো বটে,
তাহলে প্রশ্নই উঠে না নির্বাসনে যাবার ।
কেন কষ্ট হচ্ছে বুঝি ছেড়ে যেতে ?
এতো এক জীবনের আড়ালে যাবার জন্য
তোমাকে অনুনয় করে বলা তাতেই এতো বাধা,
কোটি মানুষের দেশ হতে দূরে যেতে লাগবে কেমন ধাঁধা ?
  
সময় আছে শুধরে নাও তোমার চলার পথ
যেতে দেব না নির্বাসনে, রেখে দেব মনি কোঠায় ।  
না হলে ঐ মন সিংহাসনের মায়া ছাড়তে হবে
ধিক্কার দেবে তোমায় অন্য জনে
সেটা কেমন লাগবে বল আমার মনে ?


বুদ্ধিমত্তা দিয়ে দূর কর অপশক্তির দাপট      
তৈরি কর সামনে চলার সুন্দর প্রেক্ষাপট ।
সোনালী বাংলার সবুজ বুক উঠবে ভরে  
মনি কোঠায় তুমি রবে জন্ম জন্মান্তর ধরে ।  
নীলা তোমাকে ছাড়া কষ্ট হবে  
কোন এক জায়গা শূন্য হয়ে যাবে
তুমি হারিয়ে যেও না অজানা টর্নেডোর আঘাতে
তোমার কর্ম মিশে আছে বাংলার জমিতে ।  
নির্বাসিত হইও না তুমি আপন খেয়ালে
দুর্বাক্য ছড়িয়ে পরবে রাস্তার দেয়ালে ।
স্বেচ্ছায় নির্বাসনে যেতে চাইলে সঙ্গি হব
অস্পৃস্য বন্ধনে ছায়া হয়ে রব ।  


কল্যাণপুর, ঢাকা ।
২৮/০৪/২০১৫ ইংরেজি ।