কৃষকের চিলতে চিলতে প্রশান্তি
বিস্তর আবাদি ফসলের ছড়ায়
দিগন্ত জোড়া সবুজ দেখে
হৃদয়ে সুখ খেলে যায় ।


প্রভাতের হিমেল আবহে শুরু হয় দিন  
মাটির বুক চিড়ে ফসল ফলাতে বাড়িয়ে যায় ঋণ,    
প্রাণের আকুতিতে কাটায় সকাল সন্ধ্যা বেলা
যোজন যোজন দূরে থেকে যায় সুখের ভেলা ।


চৈতালী ফসল উঠলে পরে
শান্তির চিহ্ন রেখাপাত করে,
সপ্তাহ খানেক পরে আবার উড়ে যায় দূরে  
কষ্টের বীজ থেকে যায় কৃষকের ঘরে ।


মগুর মই আর কাস্তে দ্বারা  
চলে ক্ষেত পরিচর্যার কাজ  
গামছা মাথায় ব্যস্ত কৃষক
নেই তার কাজে লাজ ।


পায়ে কাঁদা মাটি  
গায়ে ক্লান্তির ঘাম
শহুরে বাবুদের আহার যুগিয়ে
পায় কি সে ন্যায্য দাম ?

ধানের ছড়াতে কৃষক
লুকিয়ে রাখে চাঁপা কান্না  
নুন আনতে পান্তা ফুরায়
চুলাতে চাপে না রান্না ।


রাত্রি গড়ায়ে প্রভাতে আবার
শুরু হয় ক্ষেত আবাদির কাজ,  
নীলের সাথে সবুজের কুলে
কাল গর্ভে শরীরে পড়ে ভাজ ।

আবাদ করার শস্য আছে যত
বয়ে চলে কৃষি কাজ অবিরত,  
দিন শেষে কৃষক লুটায়ে দেহ
কুঁড়েঘরে সুখের সন্ধানে হয় দাহ ।            



উত্তর বীরপুর, মাগুরা ।
১৬/০২/২০১৫ ইংরেজি ।