নীল নয়না ওভাবে তাকিও না মোর পানে
নীলের আঁধারে হারাতে চাই না দ্রোহের টানে ।
অন্তরে তোমার নীলের জ্বালা গোলাপের আস্তরে ঢাকা
অগোচরে নিভৃতে কাঁদো একা একা ।
চকিত চাহনিতে ভাব জমে স্থির হিমালয়ের চূড়ায়  
ক্লান্ত হৃদয় বসে থাকে প্রখর গ্রীষ্মের প্রতীক্ষায় ।
ঐ নীলের মাঝে বিলীন হয়ে যেও না তুমি
যতনে আগলে রাখবে জননী জন্মভূমি ।
সমান্তরাল স্লীপারের উপর বয়ে চলে রেল গাড়ি  
চলতে যেয়ে আঁকা বাঁকা বিস্তর পথ দিতে হয় পাড়ি ।
থাক না অন্ধকার কষ্টের ব্যথিত অতীত
দূরে ঠেলে গড়তে হবে আগামীর ভীত ।
নীল নয়না নীলের অশ্রু জলে ভেসো না ঐ দরিয়ায়
সিক্ত হয়ে ফিরে এসো বর্ণীল আঙিনায় ।
নতুন স্বপ্নে রাঙ্গিয়ে তোল আপনালয়  
আগমনী বার্তার অর্থ খোঁজ জীবনের আলোয় ।
নীল নয়না ওভাবে তাকিও না মোর পানে
নীলের আঁধারে হারাতে চাই না দ্রোহের টানে ।


২৫/১১/২০১৫ ইংরেজি ।