তুমি বলেছিলে আমার ভেতরের সব রস ফুরিয়ে গেছে  
সময়ের স্রোতে ভেসে গেছে অজানা সীমান্তের দিকে
হবে হয়তো, সত্যি কথা বলতে কি ওভাবে ভেবে দেখিনি ?
আসলে দেখার মত সময়ও যে হয়নি, সারাক্ষণ নিওরণ গুলি  
বিচলিত হয়ে প্রহর গুনছে কখন একটু সুখের দেখা পাব,
ওটা যে ধরা যায় না ছুঁয়া যায় না অনুভবে পাওয়া যায় ।
ঐ অনুভতি শক্তিটার আমার বেশ ঘাটতি আছে বলে
কখনো আমার কাছে প্রকাশিত হতে চায় না বা পারে না ।
বাস্তবতার গহ্বরে প্রহরগুলি গেছে সাগরের ঢেউয়ের মত  
বুকের দুঃখ নিয়ে শত শত, অস্তিত্ত্বের ঠাঁই খুজার প্রত্যয়ে ।
রূপ রস শব্দ গুলি মনের নাড়া দিয়ে যায়,  
হয়নি কিছু অতীত দেয়ালের গায়ে খুদাই করে চিত্রাঙ্কণ
মনে ধরেনি প্রকৃতির খোলা রঙ্গিণ অঙ্গণ, দেখেছি শুধু
অতৃপ্তির পাজর ভাঙ্গণ, কি করে ভেঙ্গেগিয়ে আবার প্রকৃতির
অপার নিয়মে জোড়া লাগে, বেড়িয়ে পড়ে আবার বহির নোঙ্গর ।
হয়তো আবারও বড় বড় চোখে তাকিয়ে আছে কোন হাঙ্গর
নোনা পানিতে পেলে ভেঙ্গে দেবে ছিরে খাবার চেষ্টা করবে ।
প্রতিনিয়ত দৌঁড়াতে হচ্ছে আগামী দিনের সূর্যের প্রতিক্ষায় ,
তাই ঐ অনুভুতিতে আমার কখনো শান দেওয়া হয়নি
তাই হৃদয়ের আকুতি নিঃশ্বব্দে শুয়ে আছে চাঁদর মুড়ো দিয়ে    
তুমি চাইলে স্ব শব্দে বিষ্ফুরিত করতে পারো দোলা লাগাতে পার
হিয়ার ভেতর, সৃষ্টি করতে পার পাথরের বুকে ঝর্ণার রূপ রস ।


১৬/১০/২০১৫ ইংরেজি ।