তুমি কি আমায় দেখেছিলে গোধূলী লগ্নে ?  
সূর্যের ঠিক বিপরীতে
অন্ধকার অবয়বে সুঠাম বক্ষ
দেখেছিলে কি তুমি ?
নদীর তীরে জলের কলতান শব্দে
মায়াবী হীমেল বাতাসে প্রাণের স্পন্দন ।
ঐ মুহূর্তটাকে আপন করে নিতে
রাস্তার পাশের বেঞ্চে ছিল তোমার আসন,  
দেখেছিলে কি তুমি আমায় ?
আমি ঠিক তোমাকে দেখেছি
যেমনটি ছিলে পূর্বের সোনালি দিনে
এখন ও তার খুব একটা ব্যতিক্রম হয়নি ।
পরিপক্কতায় একটু বয়সের ছাপ রেখাপাত করেছে ।  
তুমি হয়তো ভাবছ এত দিন দেখা নেই
কথা নেই হুট করে কোথা হতে
উদয় হলেম তোমার সামনে ।
আর মনে মনে এও ভাবছ সংসার জীবনে
কেমন চলছে আমার দৈনন্দিন সকাল সন্ধ্যা,
ছেলে মেয়ে  ইত্যাদি নানান সব চিন্তা
করতেই পার, ভাবতেই পার তোমার স্বাধীন মনে,
জীবন তো আর থেমে থাকে না ।
তোমাকে দেখে কিন্তু তা মনে হচ্ছে না
তুমি বিয়ে করেছ না করনি
তোমাকে জিজ্ঞেস করব সে সাহসটুকু ও হচ্ছে না ।
সম্পর্কের রেশ এতোদিন গড়িয়ে এসেছে
বুঝতে উঠার আগেই  হঠাৎ করে
রেল লাইনের কাটা অংশের মত
স্বপ্নগুলি দ্বিখন্ডিত হয়ে গেল
কেমন করে বিচ্ছন্ন হয়ে গেল জীবন থেকে জীবন ।
তুমি কি দেখেছিলে আমায় সেই গূধুলী লগ্নে
দেখেছিলে কি আমায় ?


১০/১১/২০১৫ ইংরেজি, ২৬ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ ।