বারে বারে কেন ফির স্মৃতির মণিকোঠায় ?
একটু স্বস্তি দাও শান্তি দাও
চাইনা  সেই দৃশ্যের অবতারণায়
মনের মাঝে আবার ঝড় উঠুক
আবার সব এলোমেলো হয়ে যাক
তার পুনরাবৃত্তি আমি চাই না ।
চাই না তোমার কষ্টের বুঝা
আরো ভারি করে দিতে
যেন, বইতে না পার যন্ত্রণার তীব্রতায় ।
চাই না তুমি কষ্ট পাও আমারই জন্যে
চাইনা তুমি দুঃখ পাও আমারই জন্যে
চাই না তোমার সুখগুলি
উড়ে যাক অজানা কোন গন্তব্যে,
আমি চাই না তোমার হাসি মিলিয়ে যাক
অবসাদের দ্বন্দের ছন্দে,
চাই না তোমার সুন্দর হাসি মিলিয়ে যাক
আশাকাশের ভাসমান মেঘের মত ।  
চাই না তোমার মনের আনন্দগুলি
টুকরো টুকরো হরে ভেঙ্গে যাক ।  
তুমি শান্তিতে থাক উড়ন্ত পাখির মত  
চাই না অতীতের সেই স্মৃতির পুনরাবৃত্তি ।
যেটা আমায় কষ্ট দেবে তোমাকেও তাড়িয়ে বেড়াবে
চাই না সেই ইতিহাসের পুনরাবৃত্তি ।
কষ্টের বুঝা বাড়ানোর কি দরকার ?
সুখের পায়রায় ঊড়ে উড়ে
জীবনে শান্তির ছুঁয়া খুজে বেড়াও
ভাল থাকবে সুখে থাকবে আনন্দে থাকবে
সদা হাসিতে উৎফুল্ল থাকবে ।
চাইনা ইতিহাসের সেই পুনরাবৃত্তি
তোয়ায় এই সব আনন্দ থেকে অনেক দূরে নিয়ে যাক
আমি চাই না সেই অবুঝ মনের অখন্ড স্মৃতির পুনরাবৃত্তি ।


১০/১১/২০১৫ ইংরেজি ।