ঐ গহ্বরের মন বিলীন হবে    
আলো নিভে যাবে স্বপ্ন লোকাবে
আকাশে পায়রা গুলো পালক উড়াবে
চারিদিকে উত্তাল বাতাস বইবে ।


হারিয়ে যাবে অঙ্কুরে ফুটা ফুল
রয়ে যাবে জীবনের কিছু ভুল ।
ইচ্ছে হলেও যায় না পাওয়া কূল
জীবনের সব কিছু হয় কি নির্ভুল ?

কোন এক দিন প্রথম হয়েছিল দেখা,  
রয়ে যায় পদ্ম পাড়ে ভাঙ্গনের রেখা ।
সুখ পাখি উড়ে বসে স্মৃতির পাহাড়ে
তবু, বিরহের সুর বাজে চিত্তের ঘরে ।


রাতঃ ১২:৫০ মিনিট,
২৯/০৬/২০১৬ ইংরেজি ।