পথের গন্তব্য নেই জানা
মন্তব্য ছুঁড়ে দিতে নেই মানা ।
প্রতি ক্ষেত্রে মন্দ লোকের প্রাদুর্ভাব
অন্দর মহলে যোগ্য লোকের বড্ড অভাব ।
দ্বীনতায় হীনতায় চাষী গুজরায় দিন
বিত্তের দাপটে ওরা কাজ করে হীন ।
চতুর চাতুরতায় ভাঙ্গে অন্যের মাথায় কাঁঠাল
সরল দোলকের গোলকে শান্ত পথিক নাজেহাল ।
দিক থাকতে ও নেই দিশা
অপকথায় তলিয়ে গেছে প্রতিকারের ভাষা ।
জাতির আঁষ্টে পৃষ্ঠে অন্ধকারের নেশা
নিশ্বচুপ থাকা যেন জনগনের পরিভাষা ।
চিন্তায় চেতনায় নেই জন্মভূমি, নেই কর্ম ফলে  
অর্থ বিত্ত প্রতিপত্তি এক দিন যাবে বিফলে ।
আত্ম কেন্দ্রিকতায় ভূমিকে করেছে লোভিদের খামার
চাকরি, রাজনীতি, খাদ্যে ফরমালিনের বাহার ।
উন্মেষের প্রতীক্ষায় একটি জাতি একটি দেশ
কখন হবে সময় থাকবে না ঐ ঝঞ্জালের রেশ ?


১৬/০৭/২০১৬ ইংরেজি ।