এক দিন মেলাতে যেতে ইচ্ছে করল
কথা শুনে বন্ধু, সে যে আর্জি ধরল  
দু চারটা অপ্রচলিত শব্দও বলল
মনের যত ক্ষেদ ছিল তাও ঝাড়ল ।


সুপ্ত বাসনার কিছু বের হয়ে এলো
সময়ের টানে যা লেগেছে ভালো ।
আদিখ্যাতা নয় বিলাসীতা নয়
বলেছ যা না হলেই নয় ।


উবে গেল মেলাতে যাবার আশা
প্রকৃতিতে খুঁজে বেড়াই সুখের ভাষা,  
চারিদিকের অনিয়মে বাড়ছে হতাশা
কাজ কর্মে দিশার জায়গায় দোলছে নিরাশা ।    

০৮/০১/২০১৬ ইংরেজি ।