না থাকলে ভালোবাসা দুয়ারে তুমি এসো না  
মিথ্যে মায়াজালে রঙ্গিন পালক উড়িয়ো না ।
ছিঁড় না সতেজ পাতা জমিনে দেখ সবুজ দুর্বা মাখা  
হেঁয়ালি প্রেম মায়াবী মমতায় পাবে আমার দেখা ।


ইচ্ছে হলে চলতে পার একা পাখির মত
ঠিক ঠাক চলে যাবে দিন নিয়ে তোমার ক্ষত ।
চিনতে পারলে ফিরে এসো গ্রামের মেঠো পথে
কিছুটা সময় হয়তো কাটবে প্রকৃতির সাথে ।


জানি সে দিন আর আসবে না
আমায় নিয়ে তুমি হয়তো ভাববে না ।
পড়বে না সোনালি লতার মালা ঐ গলে
তোমায় নিয়ে বানানো বাগান গেল বিফলে ।  


সময়ের হাতে শেকল পড়াতে পারলে
ভালোবাসাকে ঠাঁই দিতাম মনের অতলে ।
দেখতে এর গভীরতার পরিমাণ
যেখানে থাকত না কোন অভিমান ।


পূর্ণিমায় চাঁদ তারার মিলন সন্ধি ক্ষণে
প্রেমের টানে খুঁজে নিতাম জীবনের মানে ।


১৬/০৩/২০১৬ ইংরেজি ।
রাত ০১:৩৫ মিনিট ।