জেগে উঠ তরুণ শক্ত হাতে ধর হাল  
নিজের নিরাপত্তার তরীতে তোল পাল ।
অত্যাচার সহ্য সীমার দেয়াল ভেঙ্গে গেলে  
অনিশ্চয়তায় সম্মুখ পথ সংকীর্ণ হলে,  
সমাজে মাথা উঁচু করে কর্মের জন্য  
আপন অধিকার নিয়ে বাঁচার জন্য,
আত্ম প্রত্যয়ী মানুষগুলো রুখে দাঁড়ায়
দাবি আদায়ে ত্যাগের পরিসীমা বাড়ায় ।  


তোমরা বল রোহিঙ্গা আমি বলি ওরা মানুষ
স্বার্থ উদ্ধারে লোপ পেয়েছে বোদ্ধাদের হুশ ।
কেন মিছে বিভ্রান্তি কর কাঁদা ছোড়াছুড়ি  
লক্ষ্য দেখে ও বিচ্যুত পথে অযাচিত ঘোরাঘোরি ।  
বুকের তাজা রক্তে রঙ্গিন করে মাটি
প্রবল প্রতিরোধে ধ্বংস করে দানবের ঘাঁটি,  
অসংখ্য প্রাণ ইজ্জত বৃথা যাবে না, রবি উঠবেই প্রত্যুষে
শান্তির বার্তা বয়ে যাবে মুক্তি কামী জনতার জীবনে নব হরষে ।    


হীনমন্যতায় আর কাল খেপন করো না
বাঁচার অধিকার অন্যের হাতে ছেড়ো না ।
যখন সম্মিলিত প্রচেষ্টায় অটুট থাকে মনের অভীষ্ট লক্ষ্য  
দাবি আদায়ে যুদ্ধের ময়দানে তুচ্ছ মনে হয় প্রতিপক্ষ ।  
এক মাত্র চিন্তা ঘাত প্রতি ঘাতে ছিনিয়ে নিতে হবে স্বাধীনতা
মুখ থুবড়ে যেন পড়ে না থাকে সরল মানবতা ।
জেগে উঠ তরুণ শক্ত হাতে ধর হাল  
নিজের নিরাপত্তার তরীতে তোল পাল ।


১০/১২/২০১৬ ইংরেজি ।
রাতঃ ২:১২ মিনিট, রাজশাহী ।