তুমি বলেছিলে বিকেলে গ্রামের মেঠো পথ ধরে হাঁটবে  
তোমার চাওয়াটা আজো পূর্ণতা পায়নি সময়ের অভাবে ।
অখণ্ড পৃথিবীতে খণ্ডিত সম্পর্কে প্রচুর ব্যস্ত  
থরে থরে সাজানো সূচীতে অন্তরের চাহিদা পরাস্ত ।

ইচ্ছে হলেও ছুটে যাওয়া যায় না নদীর ধারে
উচ্চ শব্দে বলা যায় না মনের কথা মনুষ্য ভিড়ে ।
তাই গুটি গুটি পায়ে পথ চলা মৃদু গলায় কথা বলা
সাবলীল অভিনয়ে সময়ের টানে সামনে চলা ।


তুমি বলেছিলে কিছুটা সময় অতিবাহিত করবে নিজের মত করে
যার প্রতিটি ক্ষণ স্মৃতির মণিকোঠায় গচ্ছিত থাকবে আপন নীড়ে ।
আজো খুঁজে পাওনি স্বপ্নের জানালায় উঁকি দেওয়া সোনালি বিকেল
তবু, তোমার প্রতীক্ষার রাত পেরিয়ে ভোরের আভায় সাজে সকাল ।  


তোমার চাওয়াটা হারিয়ে যেতে থাকে নির্লিপ্ত অন্ধকারে
দীর্ঘশ্বাস ফেলে বুকটাকে হালকা করার চেষ্টা সময়ের গহ্বরে ।
শিশির ভেজা ভোরে ঘাসের উপর নূপুরের সুর বাজে না বহু দিন
আন্দোলিত হয় ঐ হৃদয়ে ফেলে আসা দূর অতীতের অশোধিত ঋণ ।


চলতে চলতে প্রাপ্তি অপ্রাপ্তি গুলি হৃদয়ের রক্ষণাগারে হয় জমা  
এভাবেই যে ক্ষয়ে যায় সমাজ বদ্ধ মানুষের পথ পরিক্রমা ।


০২/০১/২০১৬ ইংরেজি