ত্যাগ পরিশ্রম আর ধৈর্যের সমন্বয়ে
তিলে তিলে তৈরি করা
একটা রাস্তার ক্ষীণ প্রান্ত যখন ধীরে ধীরে
প্রশস্ত আকার ধারণ করে
অবচেতন মনে শান্তির বাতাস বইয়ে যায় ।  
কিছু সময়ের জন্য হলেও
অতীতের রক্তিম বিষর্জনের তিক্ত কষ্ট
হারিয়ে যায় যোজন যোজন দূরে ।
গ্লানি আর ক্লান্তি ছাড়িয়ে আবার
সামনে চলার শক্তি প্রাণে  দোলা দেয়,
সঞ্চারিত হয় জীবনের নব রং রূপের  
তোমার ঐ চন্দ্র মুখ নয়ন পাতে
প্রতিফলিত হলে সুখ স্মৃতিতে মন  
শান্ত সাগরে পালতোলা নৌকায়
দিগন্তের দিকে ছুটে চলে
অজানা সুখের সন্ধানে ।
থাকলে তুমি পাশে হাতটি ধরে  
রঙ্গিন এই ধরণী পরে
পার হব প্রস্তর পাহাড়  
মুষ্টি বদ্ধ করে কষ্টের  নীল মণিহার
রাঙ্গাব জীবন, বাজাব নতুনের কেতন
ছন্দে ছন্দে নব আনন্দে,
শীতল দৃষ্টি থাকবে তোমার পানে,
ব্যস্ত সময় কেটে যাবে তোমার ধ্যানে ।    


২৪/০৪/২০১৬ ইংরেজি ।