রবীন ঠাকুর, হ্যালো-
কোথায় তোমার কাবুলিওয়ালা,
আসতে তাকে বলো।
মামণি আর বাপি এখন
অফিস গেছে চলে,
মজা হতো ভারি-
তোমার কাবুলীওয়ালা এলে।
আলতা মাসি আছে-
সেতো খেলার সাথি নয়-
একটুখানি বাইরে গেলেই
কেবল দেখায় ভয়।
রবীন ঠাকুর রাখছি এখন
মনে করে বোলো-
এবার তবে উঠি,
বোধ হয় পড়ার আন্টি এলো।