স্বাধীনতা আজও ফেরে পথে পথে,
বিবেকের চোখে জল,
গদি নিয়ে আজ করে কাড়া কাড়ি,
ভন, চোরের দল।
শুভ চেতনা ঢাকা পড়ে গেছে-
বুদ্ধি পেয়েছে লোপ,
অন্ধ মোহে মারছি যে তাই
নিজেদের পায়ে কোপ।
ভাই-এ ভাই-এ আজ করি হানাহানি,
মাকে নিয়ে তাই করি টানাটানি।
ভাই-এর রক্ত পান করে ভাই!
মাগো একি সন্তান তোর!
তুই কিরে মা এখন কাঁদবি?
শাসন এবার কর।
দেশের যত দুষ্ট দমনে
রুদ্র মৃর্তি ধর।