পুস্পবান আকাশ তলে চাই-
মানুষ পুস্পবান পুস্পবতী,
তাদের সৃষ্টিতে প্রজন্ম চাই-
বুদ্ধিমান বুদ্ধিমতি!

এদের শক্তিতে গড়তে চাই-
সুশীল সভ্য সমাজ,
সে সমাজ থেকে মুছতে চাই,
উৎপীড়নের কারুকাজ!

সে কারুকাজের বিদায়ে চায়-
সৃজনশীল মন-প্রাণ,
সে মনে প্রাণে সাজাতে চাই-
ফসলের হাসি অফুরান!

সে সুঘ্রানে মাতাতে চাই-
কুমারীর ফুলশয্যা,
সে শয্যায় রাঙাতে চাই-
বধুর মধুর লজ্জা!

সে লজ্জার আড়ালে চাই-
জীবন মুখী কাব্যের মুগ্ধতা,
সে মুগ্ধতায় হাসাতে চাই-
সার্বজনীন মানবিক সভ্যতা!

সে সভ্যতার কারিগর চাই-
আগত অনাগত প্রজন্ম,
সে প্রজন্মে পশুত্ব মুছে চাই-
বিবেক মনুষত্বের কর্ম!

সে কর্মে ধুয়ে নিতে চাই-
রক্ত আর কান্নার যত বন্যা,
যেখানে দাঁড়াবেই প্রগতির পৃথিবী
নিসর্গও দুলবে তৃপ্তিতে অনন্যা!