শিউলি ঝরে যায় পথের ধুলায়
ঝর্ণা হারায় চলার মরু পথে,
যাচা মাল কেউ তো না চায়
তৃষ্ণার জ্বালা ঝরে নদীর কন্ঠ হোতে!০১


সন্ধ্যায় পথ হারায় শ্রান্ত পথিক
বিধবা-পতিতা তিক্ত বঞ্চনা বোঝে,
প্রাণের মায়ায় শিকার ছোটে দিক-বিদিক
ঘর পোড়া গরু তাই বৃষ্টি জল খোঁজে!০২


ঘামের বিন্দু জানায় ক্লান্তির শ্রম
বিদায় বিষাদ মর্মে বোঝে বিদায়ী,
বুলেট বিদ্ধ পাখী বোঝে মৃত্যু কি নির্মম
সুতীব্র জ্বালায় সুধা হারায় ও রসময়ী!০৩


ধানের শিষ বোঝে শিশিরের মর্ম
শিশির জানে সিক্ত শিষের দোলা,
দহনে দহনে ফোটে আগুনের ধর্ম
ভিক্ষা কি বোঝে অশ্রুসিক্ত ভিখ-ঝোলা!০৪


পোড়া কপাল মোছে প্রবঞ্চিত কুমারী
অপয়া নাম যার সবার মুখে মুখে,
ফাগুন অভিসার চায় সুরের পথচারী
পাখীর কন্ঠ অনিন্দ্য জীবনের সুখে-দুখে!০৫