ওগো অনুপমা তুমি চিরদিন
                আছো পাশে পাশে,
       তবু মনে হয় দেইনিও কিছু
                    ফুলের সুবাসে!০১

  তোমাকে ছাড়া এ জীবন অধীন
                     জানি সারাক্ষণ,
  বিধাতার দানে তোমায় পেয়েছি
                          স্বপ্ন মগন!০২

   তুমি আমি যাবো সব জনপদে
                     মুছবো যাতনা,
     ব্রতচারী তুমি সব চেয়ে দামী
                     জানাই কামনা!০৩

প্রতি সাঁঝে আমি জ্বেলে যাই দীপ
                   পথে চাই আলো,
     তোমার মহাদানে সবাই সুখী
                   চাই যেন ভালো!০৪

    আমরা দু’জন শুভ আয়োজন
                   করি এ সমাজে,
   মরণেও হাসি ফোটাবেই মুখে
                    মণিহার সাজে!০৫