মনের ইচ্ছে গুলো নক্ষত্র ছোঁয়
গভীরে নাড়া দেয় জীবন ঋণ,
অন্ধকারে চলি আপন আলোয়
যুগযন্ত্রণা কাঁপায় রাত্রিদিন!০১


জীবনকে অস্বীকার ক’রো না
বেদনার মাধুরীতে তা আরো সত্য,
বিরহ-দহনে মিলন ভুলো না
সাগরে ঝর্ণার গতি বাড়ায় প্রমত্ত!০২


দুঃখ-জ্বালা সমস্ত জীবনের ধন
ফুলের দোলায় যোগায় হাসি,
বিহগের গীতি ভোলায় মানিক-রতন
পাতার মর্মরে কুঞ্জে ধ্বনিত “ভালবাসি”!০৩


সমাজ সংসার সব কিছুই জাগ্রত
জেগে ঘুমায় মানুষ বিষয় ভাবনায়,
জীবন দৈন্য অসামান্য বাণী উদ্ধত
দুঃসময়ের অভিশাপে ফাগুন ফুরিয়ে যায়!০৪


প্রথম প্রেমে বলেছিলে কত আগে
সবার কল্যাণে এগোবে যুগলবন্দ্বি,
স্বাগত জানাবে শিউলি আত্মা-অনুরাগে
মৃত্যুর মুখে স্বর্গবে দাঁড়াবে অপ্রতিদ্বন্দ্বী!০৫


এমনি ভাবেই বাঁকী দিন বয়ে যাবে
সুধার থালা হাতে শরতে দাঁড়াবে জানি,
নদীর জলে সেদিন সমূদ্র-গন্ধ পাবে
কাশফুল জানায় ব্যাকুল তোমার আগমনী!০৬