মানুষ দুধ বেচে মদ খায়
রক্ত বিকিয়ে কেউ সাজে আত্মঘাতী,
আত্মীয়ের অন্তরাত্মায় বেঈমান ঘুমায়
সার্বিক বিশাল হয়েও বাঘের খাবার হয় হাতি!০১


অজ্ঞানকেও বিস্মিত করে জ্ঞানীর অজ্ঞতা
পশুও ক্ষুব্ধ দেখে বিবেকবানের অবিবেকী কাজ,
শ্রেষ্ঠকে অতলে ডুবায় মানুষের মনুষ্যত্বহীনতা
মানবিক কুকর্মে বীতশ্রদ্ধ আজ সুশীল সমাজ!০২


জীবশ্রেষ্ঠের নিকৃষ্ট জীবন যাপন
দেখে ভ্রুকুটি করে নির্বাক পাশবিক সভ্যতা,
জীববৈচিত্র্যকে সার্বিক ভাবায় মানবিক পতন
বাড়ায় ক্রন্দন হরিনের ঘরে বাঘ ও সিংহের সখ্যতা!০৩


ছেলে-মেয়েরা ঘুমায় এসি কক্ষে
মা-বাবার বিলাপে কাঁপে বৃদ্ধাশ্রম,
বঞ্চনার লেলিহান কম্পমান পতিতার বক্ষে
স্বার্থান্ধের অনলে সমাজ যায় জ্বলে-সত্যটি নির্মম!০৪


সত্যবতী মা-বোন হচ্ছে ধর্ষিত
যুব সমাজ সন্ত্রাস-দুনীতিতে হচ্ছে বলি,
বিক্ষুব্ধ চিত্তে সত্য কাঁদেই অনুচ্চারিত
মালীর ঘুমে নিজেকে অঞ্জলি দেয় না-ফোটা কলি!০৫