যদি কাউকে জিজ্ঞেস করি , পৃথিবী কী ?
উত্তর পাই - ক্ষুদ্র গ্রহ ।
বিজ্ঞান যে তাই শিখিয়েছে ।
কিন্তু সে বলে না , পৃথিবী মোদের মা ।
যে আজ জর্জরিত , দুরারোগ্য ব্যাধিতে ।
যে মা শিখিয়েছিল , সন্তানকে বেঁচে থাকার উপায় ,
বলেছিল , বাঁচতে হলে আগুন জ্বালো ,-
নইলে মোর বন্য সন্তানেরা , বাঁচতে দেবে না তোমায় ;
ভাবে কি এখন কেউ , সেই মায়ের কথা ?
নিজেকে নিয়েই ব্যস্ত সবাই , সুখ-শান্তি-সমৃদ্ধি ,
মায়ের কথা যে ভাববে , সময় কই  ?
মূর্খেরা বোঝে না , মায়ের অবর্তমানে , কোথায় হবে সমৃদ্ধি ?
ঐ অন্তত মহাকাশের দিগন্ত বিস্তৃত মহাশূন্যে ?
সেখানে কি শিল্প হবে , হবে কৃষিকাজ ?
এখনও সময় আছে , মায়ের নিঃশ্বাস পড়ছে ধিক ধিক করে ,
ক্ষমা চেয়ে শপথ করো , মা গো  
ভূষিত করব তোমায় , বৃক্ষালঙ্কারে ।