ভালোবেসে যদি ভুল করি , তবে ক্ষমা কোরো -
ক্ষমা , সে তো হাস্যকর ,
ভালবাসায় থাকে না , ক্ষমার শর্ত ।
হাসি আর দুঃখ , যদি না থাকে একসাথে ,
তবে কি ভালোবাসা হয় ?
ভালোবাসা ভালো লাগার উত্তরসূরি ।
ভালো লেগেছিল একজন কে ,
তাকেই ভালোবেসে ছিলাম ।
ভেবেছিলাম , আনন্দের সাথে দুঃখের মিশেলে ,
ভরে থাকবে দুটি জীবন ।
ভাবিনি একবারও , যাকে নিয়ে দেখেছি এত স্বপ্ন ,
সেকি সত্যিই আমায় ভালোবাসে ?
ভালো সে আমায় বাসেনি -
তাই সহজেই আমাকে ছেড়ে , বিশাল পৃথিবীতে
একা রেখে চলে গেল , সব পেয়েছির দেশে ,
চিরদিনের মত ।
কষ্ট পেয়েছি , কষ্ট সয়েছি ,
পূবের ঐ প্রাচীন বট গাছের মত , সয়েছি ঝড় ঝাপটা ।
অপেক্ষা করেছি , নতুন দিনের ।
কিন্তু প্রতীক্ষা করিনা , নতুন ভালোবাসার ।
অপেক্ষা করি হয়তো ভগবান , বুঝবে নিজের ভুল ।
বুঝবে জগতে , আমি কত অসহায় ।
হয়ত বুঝেই ফিরিয়ে দেবে , আমার ভালোবাসা ,
যা সে নিয়েছে কেড়ে  , আমার জীবন থেকে ।